Pages

Monday, 27 July 2009

উন্মুক্ত হলো নতুন সম্ভাবনা (ওয়াইম্যাক্স)

২১ জুলাই, ২০০৯ মঙ্গলবার রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ এইদিনে ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবার জগতে প্রবেশ করলো। Augure Wireless Broadband Bangladesh Ltd. নামক ওয়ারলেস ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের ওয়াইম্যাক্স সার্ভিস পরীক্ষামূলক ভাবে চালু করেছে। ইতিপূর্বে আরেকটি ওয়ারলেস ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান BanglaLion Communications Ltd. এর সেবা গত জুন থেকে গ্রাহক পর্যায়ে পৌছে দেবার কথা থাকলেও তারা এখন পর্যন্ত তা দিতে পারে নি। বাংলালায়ন এর নূন্যতম ব্যান্ডউইথ ১২৮ কিলোবিট/সেকেন্ড হবে। যার মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা প্রতিমাস । অন্যদিকে Augure Wireless Broadband Bangladesh Ltd. তাদের “Qubee” ব্রান্ড নামে তারবিহীন ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে। তাদের নূন্যতম ব্যান্ডউইথ ১ মেগাবিট/সেকেন্ড হতে পারে বলে জানা গিয়েছে। উপরোল্লেখিত ২টি কোম্পানিই বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবা প্রদানের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। এদিকে সরকার প্রতি মেগাবিট ডেডিকেটেড ব্যান্ডউইথের মূল্য প্রায় ৩০ শতাংশ কমিয়েছে। খুব শীঘ্রই নতুন মূল্য কার্যকর হতে যাচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই আনইন্টার‌্যাপ্ট সার্ভিস সহ সারা দেশে ভোক্তা পর্যায়ে স্বল্প মূল্যে তারবিহীন ইন্টারনেট সেবা সহজলভ্য করার মধ্যমে, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার পথ প্রসস্ত হবে।

0 comments :

Post a Comment

Like us